বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি : বিয়ানীবাজারে ডাকাতদের ছুরিকাঘাতে গোলাপগপঞ্জ বাজারের ব্যবসায়ী মজির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে গোলাপগঞ্জ হতে বাড়ি ফেরার পথে রামধা হাসপাতালের পাশে এ ঘটনাটি ঘটে। আহত মজির উদ্দিন বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামধা পাতন গ্রামের মৃত আপ্তাব উদ্দিনের পুত্র ও বনফুল এন্ড কোম্পানির গোলাপগঞ্জ বাজার শাখার সত্ত্বাধিকারী ।
আহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে মজির উদ্দিন গোলাপগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে রামধা হাসপাতালের পাশে ৫/৬ জনের একদল ডাকাত তার উপর হামলা চালায়। তারা তাকে মারধর করে সাথে থাকা মোবাইল ফোন, বেশ কিছু নগদ টাকা নিয়ে যায়। এক পর্যায়ে তাকে চাদর দিয়ে বেধে বুকে ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে যায়। পরে স্থামীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে আহতের ভাগনা রুমেল আহমদ জানান, আহত মজির উদ্দিনের জ্ঞান এখনো ফেরেনি। জ্ঞান ফিরলে ডাকাতরা কত টাকা লুট করেছে তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এছাড়াও তিনি মজির উদ্দিনের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।